প্রতিদিনই বাংলাদেশে অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটে। সড়কের পাশে অপরিকল্পিত জলাশয় বা খাদ দুর্ঘটনার ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে তুলছে। যানবাহন খাদে পরে চালক-আরোহী আহত বা নিহত হওয়ার খবর প্রায় দিনই পত্রিকার শিরোনাম হচ্ছে। এ ধরনের প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পেতে একজন চালককে অবশ্যই সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে।
গাড়ি পানিতে বা জলাশয়ে পড়লে করণীয় কি?
যদি কোন কারণবশত গাড়ি পানিতে পড়ে যায়, তাহলে চালক নিজেকে ও আরোহীদের কিভাবে গাড়ি থেকে বের করে আনবে? এই বিষয়ে অনেক চালকের পরিপূর্ণ ধারণা থাকে না। দুর্ঘটনায় পতিত হওয়ার পর মানসিক চাপের কারণে চালকরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। এতে দুর্ঘটনায় ক্ষতির পরিমাণও বেড়ে যায়।
এই ব্লগে আমরা তুলে ধরব গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বা যেকোনো কারণে পানিতে পড়ে গেলে চালকের করণীয় সম্পর্কে।
ধাপ ১. শান্ত থাকুন
দুর্ঘটনা বসত গাড়ি পানিতে পড়ে গেলে অবশ্যই নিজেকে শান্ত রাখবেন। কারণ আপনি বের হওয়ার জন্য ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ১২০ সেকেন্ড পর্যন্ত সময় পাবেন। অতিরিক্ত মানসিক চাপ নেবেন না এবং মোবাইল ফোনে সাহায্য চেয়ে মূল্যবান সময় নষ্ট করবেন না।
ধাপ ২. সিট বেল্ট খুলুন
প্রথমেই নিজের সিট বেল্ট খুলুন। গাড়ির আরোহীদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ও শারীরিক ভাবে অক্ষম/দুর্বল কেউ থাকলে তাদের সিট বেল্ট খুলতে সাহায্য করুন।
ধাপ ৩. দরজা খোলা থেকে বিরত থাকুন
কখনই গাড়ির দরজা খুলে বের হতে চেষ্টা করবেন না। কেননা প্রথমত পানির প্রেসারের কারণে দরজা খোলা প্রায় অসম্ভব হবে। দ্বিতীয়ত দরজা খোলা সম্ভব হলেও পানি প্রবেশ করে গাড়িকে দ্রুত ডুবিয়ে দিবে।
ধাপ ৪. জানালা খুলুন/ভাঙ্গুন
সাধারনত গাড়ি পানিতে পড়ার পরও প্রথম ৩০-৪০ সেকেন্ড গাড়ির ইলেকট্রিক সিস্টেম সচল থাকে। তাই এই সময়ের মধ্যে গাড়ির জানালা খুলে বের হয়ে আশার চেষ্টা করুন। যদি কোন কারণে জানালা খুলতে না পারেন, তবে জানালা ভাঙ্গতে হবে। হ্যামার, স্ক্রু ড্রাইভার বা প্লাস ব্যবহার করুন। অধিকাংশ গাড়ির ক্যারিয়ার বক্স বা টুলবক্সে এই ধরনের যন্ত্র থেকে থাকে।
হ্যামার বা শক্ত কিছু খুঁজে না পেলে গাড়ির সিটের উপরের অংশ (হেডরেস্ট) খুলুন। অল্প শক্তি দিয়ে টান দিলেই এটি খুলে আসবে। হেডরেস্টের নিচের রড দিয়ে জানালায় আঘাত করুন। যদি কিছুই (গাড়িতে হেডরেস্ট) না থাকে, পা দিয়ে জানালা ভাঙ্গার চেষ্টা করুন। এ ক্ষেত্রে অবশ্যই পায়ে জুতা পরিহিত থাকবেন।
জানালা ভাঙ্গার সময় জানালার মাঝে আঘাত না করাই উত্তম। যেকোনো এক কোণের দিকে আঘাত করতে চেষ্টা করুন। কারণ, জানালার কোণার অংশ তুলনামূলক দুর্বল।
ধাপ ৫. গাড়ি থেকে বের হোন
দরজা খুললে বা জানালা ভাঙ্গলে গাড়িতে পানি প্রবেশের গতি বেড়ে যাবে। অর্থাৎ এই সময় দ্রুত গাড়ি থেকে বের হয়ে আসতে হবে। ডুবন্ত গাড়ি থেকে বের হয়ে আসার ক্ষেত্রে অবশ্যই শিশু ও শারীরিকভাবে দুর্বলদের আগে প্রাধান্য দিন। যদি সাথে একাধিক শিশু থাকে, তবে যার বয়স বেশি বা যে বুদ্ধিমান তাকে আগে বের করুন।
উল্লেখ্য, গাড়ির টু্লবক্সে অবশ্যই হেমার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ সহ রাখুন। বর্তমানে গাড়ির জানালা ভাঙার বিভিন্ন টুলস্ পাওয়া যায়। আগাম নিরাপত্তার স্বার্থে গাড়িতে এই ধরনের টুলস্ রাখতে পারেন। এছাড়াও নিরাপত্তার স্বার্থে অবশ্যই সিট বেল্ট ব্যবহার করুন। এর ফলে গাড়ি দুর্ঘটনা পতিত হলেও আপনি পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য নিরাপদ থাকবেন।