নিরাপদে ওভারটেকিং এর সঠিক নিয়ম

নিরাপদে ওভারটেকিং এর সঠিক নিয়ম,সড়কের যানবাহন পরিচালনার জন্য চালককে অনেক সময় ওভারটেকিং করার প্রয়োজন হয়। ধীর গতির গাড়িকে পাশ কাটিয়ে আগে যাওয়ার জন্য ওভারটেক করতে হয়। তবে চালকরা সঠিক নিয়মে ওভারটেক করতে না পারায় অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

 

সঠিক নিয়মে ওভারটেক করলে সড়ক দুর্ঘটনার পাশাপাশি জীবন ও সম্পদের ক্ষতি হ্রাস করা সম্ভব। তাই আজকে আমরা জানবো নিরাপদে ওভারটেকিং এর নিয়মসমূহ যা সকল চালকের জানা প্রয়োজন।

 

ওভারটেকিং এর নিয়ম

 

প্রথমেই মনে রাখতে হবে নিরাপদে ওভারটেকিং এর জন্য আপনাকে সহযোগিতামূলক মানসিকতা সম্পন্ন হতে হবে। তা ছাড়াও ওভারটেকিং এর পূর্বেই যে সকল বিষয় বিবেচনা করা প্রয়োজন:

 

 

১. ওভারটেকিং এর জন্য প্রথমেই নিরাপদ জায়গা খুঁজুন।

২. ওভারটেকিং করার জন্য সর্তক সংকেত দিন।

৩. কখনো বাম দিক দিয়ে ওভারটেক করবেন না। অবশ্যই ডান দিক দিয়ে ওভারটেক করুন।

৪. গাড়ীর লুকিং গ্লাস এর সাহায্যে পিছনের গাড়ির গতিবিধি লক্ষ্য করুন।

৫. যখন সিদ্ধান্ত নিবেন ওভারটেক করবো তখন গাড়ি গতি বাড়াতে হবে। গতি যা থাকবে তার থেকে কমপক্ষে ২০ কি. মি. বৃদ্ধি করা, যা নিরাপদ ওভারটেকিং এর জন্য প্রয়োজন।

৬. ওভারটেকিং এর পরে বাম দিকের লেনে ফিরে আসুন।

৭. যখন পিছনের গাড়ি আপনার গাড়িকে ওভারটেক করতে চাইবে তখন আপনার গাড়ির গতি বাড়াবেন না। প্রয়োজনে বাম দিকে চেপে সাইড প্রদান করুন।

৮. ওভারটেকরত গাড়িকে অতিক্রম করতে দিতে প্রয়োজনে গতি কমান এবং ভেতরে আসতে দিন।

৯. রাতের বেলা এবং খারাপ আবহাওয়ায় ওভারটেকিং এর সময় বিশেষ ভাবে সর্তক হোন।

 

আরও পড়ুন:

 

☞  অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সহজ নিয়ম

☞  লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রক্রিয়া

 

ওভারটেকিং নিষেধ স্থান

চলাচলের সুবিধার্থে ওভারটেক করা যেমন প্রয়োজন। তেমনি কিছু কিছু সময় ও স্থানে ওভারটেক করা থেকে বিরত থাকতে হয়। ওভারটেকিং নিষিদ্ধ এই সকল স্থানগুলো হল:

 

১. বাঁক বা সরু সড়কে,

২. কুঁজ/বক্র আকৃতির সেতুতে,

৩. টিলা বা পাহাড়ের ঢালে,

৪. সড়কের সংযোগস্থলে,

৫. সংরক্ষিত বাস, ট্রাক অথবা সাইকেল লেন সমূহে প্রবেশ করার পথে,

৬. স্টপে থামানো অবস্থায় দুটি বাসের মাঝখানে অথবা অন্ধ মোড়/বাঁকে,

৭. অন্য যানবাহন বা চালকের অসুবিধা সৃষ্টি হতে পারে এমন স্থানে,

৮. পথচারী পারাপারে বা লেভেল ক্রসিং-এ,

৯. রাস্তায় মেরামতের কাজ চলছে এমন স্থানে,

১০. সংরক্ষিত এলাকায় (বিশেষ করে সামরিক বাহিনীর ক্যাম্প/সেনানিবাস এলাকায়)।

 

আরও পড়ুন:

 

☞  অনলাইনে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স এর আবেদন ও প্রাপ্তির প্রক্রিয়া

☞  ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন ও সমাধান

 

পাসিং (Passing):

পাসিং শব্দের অর্থ কোন থামানো গাড়িকে ওভারটেক করে যাওয়াকে বুঝায়। এক্ষেত্রেও সতর্কতার সাথে পূর্বেই থামানোর গাড়িকে পর্যবেক্ষণ করতে হবে এবং ওভারটেক করার সময় অবশ্যই হর্ণ বাজাতে হবে।

 

সড়ক নিরাপদ রাখা‌ আমাদের সকলের দায়িত্ব। তাই নিয়ম মেনে গাড়ি চালান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *