BSP Portal (www.bsp.brta.gov.bd) এ গ্রাহককে অবশ্যই একটি ইউজার তৈরি করতে হবে। এজন্য গ্রাহককে
অবশ্যই নিজের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) এবং একটি মোবাইল নম্বর থাকতে হবে। যাদের যে সকল গ্রাহক পূর্বেই BSP Portal এ নিবন্ধিত হয়েছেন অলরেডি (ইউজার আইডি আছে) তাদেরকে “প্রবেশ করুন” বাটনে ক্লিক করতে হবে। যাদের BSP Portal এ ইউজার আইডি নেই তারা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য “নিবন্ধন” বাটনে ক্লিক করতে হবে।
২. ইউজার তৈরি: BSP Portal এ যদি User ID না থাকে তাহলে কিভাবে নিবন্ধন করতে হবে তার ধাপ নিচে
দেখানো হল। প্রথমে www.bsp.brta.gov.bd এ ভিজিট করতে হবে এবং হোম পেইজ (চিত্র-১.১) প্রর্দশিত হবে। হোম
পেইজ এর নিবন্ধন বাটনে (চিত্র-১.২ এ তীর চিহ্নিত) এ ক্লিক করলে নিচের পেইজ টি প্রর্দশিত হবে।
ধাপ-১: এই পেইজে জন্ম তারিখ, জাতীয় পরিচয় নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে অনুসন্ধান বাটনে এ ক্লিক করলে গ্রাহকের মোবাইলনম্বর Verify করার জন্য একটি মেসেজ প্রেরণকরা হবে সেখানে একটি One Time Password (OTP) নম্বর থাকবে।
ধাপ-২: গ্রাহকের মোবাইলের প্রেরিত One Time Password (OTP) নম্বরটি ৫ মিনিটের মধ্যে চিত্র-১.৩ এর তীর
চিহ্নিত ‘ও টি পি লিখুন’ ঘরে লিখতে হবে এবং তীর চিহ্নিত “ও টি পি যাচাই করুন” বাটনে ক্লিক করতে হবে।
ধাপ-৩: মোবাইল নম্বর Verified হওয়ার পর চিত্র: ১.৪ পেইজটি প্রর্দশিত হবে, অতঃপর গ্রাহকের পাসওয়ার্ড (ই-মেইল আইডি যদি থাকে) টাইপ করে “নিবন্ধন করুন” বাটনে ক্লিক করতে হবে।
৩. ইউজার লগইন: BSP লিঙ্ক (http://bsp.brta.gov.bd/login) এ ক্লিক করলে BSP তে ইউজার তৈরী
হওয়ার পর চিত্র: ১.৫ পেইজটি প্রর্দশিত হবে এবং উক্ত পেইজে USER NAME এ গ্রাহকের মোবাইল নম্বর অথবা ইমেইল
আইডি এবং PASSWORD বসিয়ে “LOGIN” বাটনে ক্লিক করতে হবে।
৪. ড্রাইভিং লাইসেন্সের আবেদন BSP তে LOGIN করার পর চিত্র: ১.৬ পেইজটি প্রর্দশিত হবে। উক্ত পেইজের
Dashboard এর বাম পাশের মেনুতে “ড্রাইভিং লাইসেন্স” এ ক্লিক করলে “ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন” মেনুটি দেখা
যাবে এবং সেখানে ক্লিক করতে হবে।
৫. ড্রাইভিং লাইসেন্স সহ লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স আবেদন: “ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন” মেনুটিতে ক্লিক করলে চিত্র: ১.৭ পেইজটি প্রর্দশিত হবে। শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আবেদন এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহে রাখুন এবং উল্লেখিত শর্ত সমূহ মেনে নিয়ে মেডিকেল সার্টিফিকেট এর জন্য ২ নং শর্তে “এখানে ক্লিক করুন” বাটনে ক্লিক করে ডাউনলোড করতে হবে। অতপর: রেজিস্ট্রার্ড ডাক্তার বা মেডিক্যাল অফিসার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট গ্রহণ করতে হবে। ড্রাইভিং লাইসেন্স সহ লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স আবেদনের পূর্বশর্ত সমুহ মেনে নিয়ে “আমি সম্মত” বাটনে ক্লিক করতে হবে
২ নং শর্তের “এখানে ক্লিক করুন” বাটনে ক্লিক করলে মেডিকেল সার্টিফিকেট ফরম এর একটি চিত্র নিচে দেয়া হল।