হর্নের ব্যবহার কখন করবেন; কোথায় নিষেধ ?

হর্নের ব্যবহার কখন করবেন; কোথায় নিষেধ ?


নিরাপত্তার স্বার্থে এক চালক থেকে ওপর চালক বা পথচারী এর মাঝে সংকেত স্থাপনের জন্য হর্নের ব্যবহার করা হয়। কিন্তু কোন গাড়িতে কি ধরনের হর্ন ব্যবহার করা হবে তার নির্দিষ্ট কোন আইন না থাকায় এবং ট্রাফিক আইনের পরিপূর্ণ প্রয়োগ না থাকায় হর্নের মাধ্যমে শব্দ দূষণ হচ্ছে।

সাধারণত মানুষের শ্রাবণের স্বাভাবিক ক্ষমতার ৪০ থেকে ৫০ ডেসিমেল পর্যন্ত। তবে বাংলাদেশের যানবাহনের ব্যবহৃত হর্ন গুলো ৬০ থেকে ১২০ ডেসিমেল পর্যন্ত শব্দ উৎপন্ন করে থাকে। তাছাড়া চালকদের মাঝে অকারণে হর্ন বাজানোর প্রবণতাও অনেক বেশি।

শব্দ দূষণের কারণে আমাদের শ্রবণ ক্ষমতা কমে যাচ্ছে। শিশু, বয়স্ক ও রোগীদের ওপর এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। শব্দ দূষণের ফলে হৃদরোগ, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, মানসিক চাপ সহ শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেল্‌থ সায়েন্সেসের অকুপেশনাল এন্ড ইনভারমেন্টাল হেল্‌থ বিভাগের শিক্ষক ড. সাইকা নিজামের গবেষণা‌ (২০২২ সাল) মতে, ৪১.৯ শতাংশ রিকশাচালক শ্রবণ গত সমস্যায় ভুগছেন। তাছাড়াও রাস্তার শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকা ট্রাফিক পুলিশের ৩০.৭ শতাংশ সদস্যই কানে কম শোনে।

আরও পড়ুন:
☞  ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষার প্রস্তুতি
☞  বাইকারদের প্রয়োজনীয় হ্যান্ড সাইনগুলো শিখুন (বাংলা ভাষায়)

হর্নের মাধ্যমে সৃষ্ট এই মারাত্মক শব্দ দূষণ প্রতিরোধে একজন আদর্শ চালকের করণীয় সমূহ তুলে ধরা হলো-

অকারণে যেখানে সেখানে হর্ন বাজানো থেকে বিরত থাকা উচিত। তাছাড়াও আন্তর্জাতিক ট্রাফিক আইন ও বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন নির্দেশনা অনুযায়ী বেশ কয়েকটি স্থানে হর্নের ব্যবহার বা হর্ন বাজানো নিষিদ্ধ করা হয়েছে।

হর্ন বাজানোর নিষেধ এমন কয়েকটি স্থান

১. যেখানে হর্ন বাজানোর নিষেধ ট্রাফিক সাইন আছে।
২. হাসপাতাল এলাকায়,
৩. শিক্ষা প্রতিষ্ঠানের নিকট (স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ইত্যাদি),
৪. উপাসনালয় (মসজিদ, মন্দির, গির্জা),
৫. আদালত এলাকায়,
৬. আবাসিক এলাকায়,
৭. সংরক্ষিত ও ভিআইপি এলাকা (সেনানিবাস, সচিবালয় ইত্যাদি),
৮. রাতের বেলায় (রাত ১১:৩০ থেকে সকাল ৬:৩০ মিনিট পর্যন্ত)।

অকারণে হর্ন বাজানো যেমন অনুচিত, তেমনি চালকদের নিরাপত্তা ও প্রয়োজনের স্বার্থে হর্ণ বাজাতে ‌হয়। তবে এই ক্ষেত্রে হর্নের শব্দসীমা অবশ্যই শ্রবণ উপযোগী হওয়া উচিত। বিশেষত হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ করতে হবে। কারণ এটি ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ।

হর্ন বাজানো প্রয়োজন এমন কয়েকটি স্থান

১. অন্ধকার মোড় বা বাঁকে,
২. থামানো গাড়ি অতিক্রমের সময়,
৩. ওভারটেকিং করার সময়,
৪. বাজার বা অতি লোকসমাগম এলাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *